রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা লাখো মানুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’। সকাল থেকেই ঢাকার আকাশ-বাতাস মুখরিত হয় এই স্লোগানে, আর উদ্যান চত্বরে পরিণত হয় লোকে লোকারণ্য এক প্রতিবাদ মঞ্চে।
শুধু উদ্যান নয়, চারপাশের প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রতিটি মোড়েও ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের সমর্থনে একের পর এক স্লোগান। কেউ হাঁটছেন, কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন— ‘স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’।
কারও হাতে ফিলিস্তিনের পতাকা, কারও গায়ে ‘Free Palestine’ লেখা টি-শার্ট। কারও মাথায় বাঁধা ফিলিস্তিন পতাকা, কারও কপালে ফিলিস্তিনি ব্যাজ কিংবা হাতে লেখা প্ল্যাকার্ড। চারপাশ যেন এক বিশাল প্রার্থনার দৃশ্য— জুলুম বন্ধে জেগে উঠেছে ঈমানি হৃদয়।
সরেজমিন দেখা যায়, শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাকবীর ধ্বনি তুলে খণ্ড খণ্ড মিছিল উদ্যান অভিমুখে রওনা হয়। এসব মিছিলে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, তরুণ-তরুণী, ছাত্র-শিক্ষক, পেশাজীবী ও সাধারণ মানুষ।