পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কারে উদ্বেগ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, শরণার্থীদের প্রতি দুর্ব্যবহার ইসলাম ও আন্তর্জাতিক আইনবিরোধী।
আফগানিস্তানের শীর্ষ কূটনৈতিক জেনারেল হাফেজ মুহিবুল্লাহর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
এতে উভয় নেতা পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কারে করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়া পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের সময় শরনার্থীরা যেসব অসুবিধার মুখোমুখি হন তা নিরসন প্রসঙ্গেও আলাপ করেন তারা।
মাওলানা আব্দুল কবির বলেন, আফগান জনগণ দীন এবং ইসলামী ভূখণ্ড রক্ষা করার জন্য হিজরত করতে বাধ্য হয়েছিল। তাই তাদের প্রতি ইসলামী রাষ্ট্রগুলোর নিষ্ঠুর পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের কারণ।
মাওলানা আব্দুল কবির আরও বলেন, শরনার্থীদের সমস্ত সমস্যা সমাধানে পর্যাপ্ত সম্পদ বরাদ্দ করেছে ইমারাতে ইসলামিয়া এবং বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান শরণার্থীদের সেবা দিতে যৌথভাবে কাজ করছে।
বৈঠকে জেনারেল হাফেজ মুহিবুল্লাহ পাকিস্তান কর্তৃক আফগান শরনার্থীদের জোরপূর্বক বহিষ্কারকে চরম অযৌক্তিক এবং দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি