পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর রাজ্যে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না।
বুধবার (৯ এপ্রিল) কলকাতায় জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
মমতা বলেন, আমি সংখ্যালঘুদের বলছি আমি বুঝতে পারছি ওয়াকফ নিয়ে যা হয়েছে তাতে আপনাদের মনে কষ্ট হয়েছে। কিন্তু আপনারা ভরসা রাখুন। পশ্চিমবঙ্গে এ ধরনের কিছু হবে না। এভাবে সম্প্রদায়কে ভেঙে শাসন করার নীতি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে না।
মমতা আরও বলেন, আপনারা সবাইকে এই বার্তা দিন যে সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং একসঙ্গে বাঁচতে হবে। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও—এটাই এখানে নীতি। আপনারা উদ্বিগ্ন হবেন না।
তিনি বলেন, আমাকে যদি হত্যারও হুমকি দেওয়া হয়, তবুও আমি ঐক্য ও ভ্রাতৃত্বের জন্য কাজ করে যাব।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিলটি ভারতীয় সংসদের উভয় কক্ষে বিতর্কের পর প্রথমে লোকসভা এবং পরের দিন ভোরবেলা রাজ্যসভায় পাস হয়েছিল। পরে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে স্বাক্ষর করেন। ফলে এটি আইন হিসেবে কার্যকর হয়ে যায়। দেশটির সমস্ত বিরোধী দল এই বিলের তীব্র বিরোধিতা করে একে সংখ্যালঘুদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
সূত্র: দ্য সিয়াসত ডেইলি