পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে আফগানিস্তানের ২৬৩ জন নাগরিক মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে গেছে।
এক বিবৃতিতে এ তথ্য জানায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে বন্দী ২৬৩ জন আফগান শরণার্থীকে মুক্তি দেওয়া হয়েছে এবং গত দুই দিনে তারা নিজ দেশে ফিরে এসেছে।
পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল এবং এক থেকে পাঁচ দিনের জন্য তাদের আটক রাখা হয়েছিল। পরে নিবন্ধনের কাজ সম্পন্ন করে তাদের মুক্তি দেওয়া হয়।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি