বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

ভ্যাকসিন কবে আসবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না: ভারতীয় হাইকমিশনার

ভারত থেকে কবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার এবং অনেকগুলো প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় ভ্যাকসিন আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। এটি খুবই স্পর্শকাতর বিষয়। অন্য কোনও পণ্যের মতো নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভ্যাকসিন আসতে কোনও বাধা নেই। কোনও নিষেধাজ্ঞাও নেই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img