পাকিস্তান থেকে ওষুধ আমদানি বন্ধ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হুররিয়াত রেডিওর এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে ওষুধ আমদানি বন্ধ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
নিম্নমানের ওষুধ থেকে জনগণকে সুরক্ষা ও বিকল্প উৎস থেকে উচ্চমানের ওষুধ আমদানিকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
আমদানি বন্ধের নির্দেশনাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধ আমদানিকারকদের উদ্দেশ্যে একটি নির্দেশনাও জারি করা হয়।
এতে শাবান মাসের ২১ তারিখ পর্যন্ত ৩ মাসের জন্য পাকিস্তান থেকে আমদানিকৃত ওষুধের কর মওকুফের ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত (৩ মাস) সময়ের মধ্যে পাকিস্তানের সাথে ওষুধ আমদানির বাণিজ্যিক সম্পর্ক শেষ করার এবং বিকল্প উৎস অনুসন্ধানে সক্রিয় উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।
এই প্রসঙ্গে গতকাল দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী (অর্থ) মোল্লা আব্দুল গণী বারাদার বলেন, পাকিস্তান প্রায়শই এমন সময়ে আফগানদের জন্য তাদের বাণিজ্য পথ বন্ধ করে দেয়, যখন দেশে ফলমূলের ভরা মৌসুম থাকে। তাই দেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম বিকল্প পথে পরিচালনা করা জরুরী হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, যদি তারা সত্যিই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখতে চায়, তবে তাদের পথ উন্মুক্ত রাখার দৃঢ় নিশ্চয়তা দিতে হবে।
এছাড়াও বলেন, পাকিস্তান সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বারবার আফগানিস্তানের সাথে তাদের বাণিজ্যিক পথ বন্ধ করে দেয়। এতে করে আফগানিস্তান ও দেশের ব্যবসায়ীরাও বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই ইমারাতে ইসলামিয়ার সরকার তাদের সাথে বাণিজ্য থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জনগণকে নিম্নমানের ওষুধ ও অন্যান্য পণ্য থেকে সুরক্ষা দেওয়াও এর অন্যতম কারণ।









