প্রথমবারের মতো সরকারি সফরে কাতারের উদ্দেশ্য রওনা হয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমাদ শর’আ আল-জুলানি। দীর্ঘদিন ধরেই কাতার আল জুলানিকে সমর্থন জানিয়ে আসছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) এক এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসি মন্ত্রী আসাদ আল-শাইবানী।
তিনি লিখেছেন, আজ আমরা প্রেসিডেন্ট আহমাদ শর’আ আল-জুলানিকে তার প্রথম রাষ্ট্রপতি সফরে এমন একটি দেশে নিয়ে যাচ্ছি, যারা সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমাদের পাশে ছিল ও কখনও আমাদের পরিত্যাগ করেনি।
প্রসঙ্গত, তুরস্ক ও কাতারের পাশাপাশি বেশ কয়েকটি আরব রাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়েছে সিরিয়ার নতুন প্রশাসন।
২০১১ সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি আরব দেশ সুন্নি মুসলিম যোদ্ধাদের সমর্থন জানায়। যার মধ্যে প্রথম সারিতে ছিল কাতার। স্বৈরশাসক বাশার আল আসাদের সময় সিরিয়ার সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল দোহা।
সূত্র: সানা