রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

পাকিস্তানের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় আফগানিস্তান

পাকিস্তানের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গভীর সম্পর্ক স্থাপন করতে চায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (১৯ এপ্রিল) আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায় ইমারাতে ইসলামিয়া।

তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং নানা প্রকল্পের কাজের অগ্রগতির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মাওলানা আমীর খান মুত্তাকী পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শরনার্থীদের অধিকার নিশ্চিত করতে পাকিস্তানের প্রতিনিধিদলকে আহ্বান জানান।

বৈঠকে আফগান শরণার্থীদের সঙ্গে সদাচরণ এবং তাদের বাড়ি-ঘর ও সম্পত্তির সুরক্ষার আশ্বাস দিয়েছে পাকিস্তানের প্রতিনিধিদল।

বৈঠক শেষে উভয় পক্ষ আলোচিত সমস্যা সমাধানে যৌথ কমিটি গঠন ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়।

এতে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img