অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে নির্ধারিত সময় দিয়েছেন, এর মধ্যে নির্বাচন হলে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেটলাইন দিয়েছে। এর মধ্যেই সব সংস্কার ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। নির্বাচন নিয়ে আমাদের অবস্থান সম্পর্কে অনেকে ভুল বোঝার চেষ্টা করে, কিন্তু জামায়াতের আমীর গতকালও আমাদের অবস্থান পরিষ্কার করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বান্দরবান রাজার মাঠে জেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকার ২৫-এর ডিসেম্বর এবং ২০২৬ সালের জুন দুটি ডেটলাইন দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যে ডেটলাইন দিয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন করলে আমাদের আপত্তি নেই। তবে ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে এ দেশের মানুষ আর কখনোই এমন নির্বাচন হতে দেবে না। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য পুলিশে সংস্কার, সংবিধানের সংস্কার, প্রশাসনের সংস্কারসহ সব সংস্কার ন্যূনতমভাবে শেষ করতে হবে। হাসিনা ও তার সহযোগীরা যারা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করতে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। জাতিগতভাবে বিভেদ সৃষ্টি করে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে জামায়াত ইসলামী এটি কখনোই হতে দিবে না।
বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী প্রমুখ।