সোমবার, এপ্রিল ২১, ২০২৫

রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো; পুলিশদেরকে হুমকি শাহজাহান-ইনুর

গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরানো নিয়ে ‍পুলিশদের সাথে তর্কে জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং হাসানুল হক ইনু। এ সময় পুলিশ সদস্যদের দেখে নেওয়া হুমকি দেন আওয়ামী লীগেরে এই দুই নেতা।

দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা জানান, রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো বলে হুমকি দিয়েছেন শাহজাহান ও ইনু।

আজ রোববার (২০ এপ্রিল) সকালে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিচারকাজ শুরুর আগে, ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এসময় ট্রাইব্যুনালের বিচারক কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।

পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়।

আরেক পুলিশ সদস্য শহীদুল জানান, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেবো। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়।

তবে এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম এমন কথা বলেননি বলে দাবি করেন।

জবাবে ট্রাইব্যুনাল বলে, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকেও খেয়াল রাখার নির্দেশনা দেয় আদালত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img