সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ফ্যাসিস্ট আ’লীগের বিচার করে এরপর নির্বাচন: ইসলামী যুব আন্দোলন

জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিস্ট হাসিনাসহ গণহত্যায় জরিতদের বিচার ও সংস্কার করে স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

রবিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী এ দাবি জানান।

নেতারা বলেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না।

তারা বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

নেতারা আরও বলেন, কেউ কেউ ভাবে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়; তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ-মাস্তানরা জিততে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যেতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলাগুলোও কেটেকুটে নিয়ে নেবে।

নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে; এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে।

হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতির সুযোগ দেয়া হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img