রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

গত বছরে ১ হাজারেরও বেশি জোরপূর্বক বিয়ে রুখে দিয়েছে আফগান সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে জোরপূর্বক নারীদের বিয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার। গত এক বছরে দেশজুড়ে ১ হাজারেরও বেশি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা রুখে দিয়েছে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়।

রবিবার (২০ এপ্রিল) আফগানিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল ইসলাম খাইবার।

তিনি জানান, গত বছরে আফগানিস্তান জুড়ে সর্বমোট ১ হাজার ১৩৩টি জোরপূর্বক বিবাহের মতো ঘটনা সফলভাবে রুখে দিয়েছে পূণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রনালয়ের কর্মীরা।

উল্লেখ্য, তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের অধীনে ২০২১ সালে পুনর্গঠিত হওয়া এই মন্ত্রণালয়টি সামাজিক অনুশাসন ও ধর্মীয় নীতি বাস্তবায়নে নিয়োজিত। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা নিরলসভাবে কাজ করে এসব অন্যায় বিয়ে ঠেকাতে সক্ষম হয়েছেন। নারীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার মতো ঘটনা ইসলাম ও মানবাধিকারের পরিপন্থী বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা কঠোরভাবে প্রতিরোধ করছে পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়

সূত্র: হুরিয়াত রেডিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img