রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি; তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

spot_imgspot_img

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কোহিনূর কেমিক্যাল কোম্পানির অফিসার বিধান বাবু কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের সামনে এই অবরোধ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নামেন।

এ প্রসঙ্গে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img