ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ৪.৮ টন ভ্যাকসিন পাঠিয়েছে ভারত।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ভারত থেকে ৪.৮ টন ওজনের ভ্যাকসিন সহায়তা আফগানিস্তানে এসে পৌঁছেছে। এসব ভ্যাকসিন জলাতঙ্ক, টিটেনাস, হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জার মতো গুরুতর রোগ প্রতিরোধে ব্যবহার করা হবে।
বিবৃতিতে এমন মানবিক সাহায্যের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এতে বলা হয়, এ সহায়তার ফলে আফগানিস্তানের হাজার হাজার নাগরিকের জীবন রক্ষা করা সম্ভব হবে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি