রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

আল কায়েদা, আল শাবাব ও দায়েশ মিলে আমেরিকায় হামলার পরিকল্পনা করছে : মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

আল কায়েদা, আল শাবাব ও দায়েশের মতো গোষ্ঠিগুলো মিলে আমেরিকায় হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি বলছেন, এই গোষ্ঠীগুলো সম্ভাব্য হামলার জন্য “পরিকল্পনা ও নকশা” তৈরি করেছে।

২২ এপ্রিল ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ বিষয়টি জানা যায়।

ওয়াল্টাজ বলেন, এই গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার জন্য কাজ করছে, বিপরীতে যুক্তরাষ্ট্র সরকার তাদের নেতৃত্বকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ৭৪ জন পরিচিত সন্ত্রাসী নেতাকে নির্মূল করেছে। যদিও এসব অভিযানের অবস্থান বা টার্গেটদের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

ওয়াল্টাজের দাবি, আফগানিস্তানে কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে ও ১১ সেপ্টেম্বরের মতো হামলার পরিকল্পনা করছে।

তিনি বলেন, আরেকটি হামলার জন্য অপেক্ষা করার মতো বিলাসিতা যুক্তরাষ্ট্রের নেই—প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এখনই।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img