চট্টগ্রামের পটিয়া মাদরাসার সাবেক সদরে মুহতামিম ও বর্তমানে চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলমিয়্যার সদরে মুহতামিম প্রবীণ আলেম মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ এপ্রিল) সকালে স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাওলানা আমিনুল হক চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য শিষ্য-ভক্ত রেখে গেছেন।
শনিবার (২৬ এপ্রিল) বাদ এশা পটিয়া মাদরাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া।
জানাজা পূর্ব বক্তব্যে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী বলেন, মাওলানা আমিনুল হক (রহ.) দীর্ঘ কয়েক যুগ ধরে জামিয়া পটিয়ার হাদীসের খেদমতে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিয়োজিত ছিলেন এবং বেশ কয়েক বছর যাবৎ সদরে মুহতামিমের দায়িত্ব পালন করেন। তাঁর ইন্তিকালে আমরা (আল-জামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষক) গভীরভাবে শোক প্রকাশ করছি,তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করছি।
জানাজায় আরও অংশ নেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার সদরে মুহতামিম মুফতী হাফেজ আহমদ উল্লাহ, চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকীম, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার সহকারী মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলিল, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহাদ্দিস মুফতী শাহেদ রাহমানী প্রমুখ।
পরে তাঁকে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান মাকবারায়ে আযীযীতে দাফন করা হয়।