সোমবার, মে ১২, ২০২৫

চতূমুর্খি যুদ্ধে জড়িয়ে পরেছে ইসরাইল; দেখা দিয়েছে সৈন্য সংকট

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, গত দেড় বছর ধরে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা ও পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া এবং সিনাইয়ে চলমান যুদ্ধের কারণে ইসরাইলি সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেখা দিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নাফতালি বেনেট বলেন, আমাদের কখনও এতোগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমানে ইসরাইলি সেনাবাহিনীতে ২০ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। ক্রমশ এই সঙ্কট আরও প্রকট হচ্ছে।

নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থোডক্স হরেদি (যারা কঠোরভাবে ইহুদি ধর্মীয় আইন পালন করে) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সেই সাথে, বেতনের পাশাপাশি আরও সুবিধা দিতে হবে। এমনটি হলে অন্যান্য রিজার্ভ সৈন্যদের ওপর চাপ কমাতে সাহায্য করবে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। সেই সাথে এই রায়ে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীরা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পাওয়ার দীর্ঘদিনের পুরনো প্রথা বাতিল করা হয়।

এই রায়ের পরিপ্রেক্ষিতে ইসরাইলি সেনাবাহিনী ৩৩৮ জন অতি-অর্থোডক্স ইহুদিকে নিয়োগ দেয়া হয়েছে। তবে, এখনও হরেদি পুরুষরা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে অনিচ্ছুক।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img