হজযাত্রীদের ডিজিটাল সেবার জন্য লাব্বাইক অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন তিনি।
ড.ইউনূস বলেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে, সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
লাব্বাইক অ্যাপ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, এই অ্যাপের মাধ্যমে সৌদি আরব গিয়ে হজ পালনকারীদের চলাফেরায় দুশ্চিন্তামুক্ত হবে। দেশি মোবাইল অপারেটরদের সমন্বয়ে হাজিদের রোমিং সুবিধা দেয়া হবে।