পহেলগাওঁ ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে উত্তেজনা কমাতে দুই দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “খুব শিগগিরই আমরা দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানাব। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে এই বৈঠক এবং আমরা চাই অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও যেন উত্তেজনা প্রশমনে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন। সেক্ষেত্রে আমরা তাদের উদ্যোগকেও স্বাগত জানাব।”











