ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি ও কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল সানির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আফগান জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন কাতারের আমীর। আফগানিস্তানের সকল জনগণকে সমানভাবে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ের আলোচনা করেছেন উভয় নেতা।
বিশ্লেষকরা বলছেন, কাবুল ও দোহার মধ্যে অনুষ্ঠিত এই বৈঠক নিঃসন্দেহে আফগানিস্তানের জন্য উপকারী হবে। কারণ কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্বের অধিকাংশ দেশের সাথে জোরালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আর তাই, কাতারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের।
উল্লেখ্য, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে গত সোমবার কাতার সফরে যান আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি। এই সফরের উদ্দেশ্যে জাতিসংঘ তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা এক সপ্তাহের জন্য প্রত্যাহার করে নেয়।
সূত্র: আমু টিভি