নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো দেশের জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে এসব প্রস্তাবনা বাতিলের দাবিতে আগামী ৩ মে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার (৩০ এপ্রিল) বিকালে কক্সবাজার জেলা হেফাজতের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় নেতারা ঈমানী জযবা নিয়ে এই সমাবেশে শরীক হওয়ার আহ্বান জানান।
জেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের নির্দেশনায় যুগ্ম আহবায়ক মাওলানা মোশতাক আহমদের সভাপতিত্বে লিংক রোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আবু মুসা, চাকমারকুল জামিঢা প্রতিনিধি মাওলানা আমিরুল ইসলাম, টেকনাফ জামিয়া প্রতিনিধি মাওলানা আব্দুল গফফার, সাবরাং মাদ্রাসা প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম, জেলা সদস্য মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা মনজুরে ইলাহী, মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা কারী রুহুল কাদের, মাওলানা হাফেজ শওকত আলী, হাফেজ মুহাম্মদ সালেম, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।