বৃহস্পতিবার, মে ১, ২০২৫

অস্ত্রের মুখে জিম্মি করে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

spot_imgspot_img

কক্সবাজার টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (১ মে) সকালে নাফ নদীর লাল দ্বীপ থেকে হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ এ বসবাসরত রোহিঙ্গা আরাফাত (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক নামে চারজনকে ধরে নিয়ে যায়।

জাদিমুড়া ক্যাম্প ২৭ এর মাঝি মোহাম্মদ নুর জানান, দমদমিয়া এলাকার নাফ নদীর পয়েন্ট হতে ককসিট বা ফুলেট (স্থানীয় ভাষায়) নাফ নদীতে মাছ শিকার করতে যায় জেলেরা। আজকে হঠাৎ মিয়ানমার থেকে আরাকান আর্মিরা এসে তাদের ধরে নিয়ে যায়। তবে ওই অভিযান থেকে অনেকেই ফেরত এসেছে। যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img