বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (৪ মে) বিকেল চারটার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ২০২৪ সালের ২৭ ডিসেম্বের ১১ বছর পর দেশে ফেরেন আবদুর রাজ্জাক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আইন অঙ্গনে কাজ করবেন। রাজনীতিতে ফিরছেন না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি দলটির শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়েন তিনি।