বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রাণকেন্দ্রে সফল ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করায় ইয়েমেনকে প্রশংসায় ভাসিয়েছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসামের মুখপাত্র আবু উবায়দা।
রবিবার (৪ মে) ইয়েমেনের হুথি বাহিনীর প্রশংসা করে বিবৃতি দেন তিনি।
কাসসাম মুখপাত্র বলেন, সকল গৌরব ফিলিস্তিনিদের সহোদর ইয়েমেনীদের। কঠিন জুলুম সত্ত্বেও তারা শক্তিধরদের চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে ও লড়াই অব্যাহত রেখেছে। নৃশংসতার শিকার হওয়া সত্ত্বেও নতি ও ভেঙে পড়াকে অস্বীকার করে আসছে।
গৌরবান্বিত হোক ইয়েমেনীরা, যাদের ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত দুই দুইটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, আজ দুপুরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানের কেন্দ্রে আঘাত হানে হুথিদের আনসারুল্লাহ বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র।
হামলা প্রসঙ্গে দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি’ বলেন, আমরা দখলকৃত ফিলিস্তিনের জাফায় প্রতিষ্ঠিত ইসরাইলী বিমানবন্দর বেন গুরিয়ানকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছি। জায়োনিস্ট ইসরাইল ও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে।
আমরা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরাইলের আকাশ ও বিমানবন্দর ব্যবহারে সতর্ক করছি। ফিলিস্তিনিরা যতদিন নিরাপদ হবে না তাদের আকাশ ও বিমানবন্দরও নিরাপদ থাকবে না। আমরা আমেরিকার আগ্রাসনের মুখোমুখি হবো কিন্তু ফিলিস্তিনিদের সমর্থন করে যাবো, ফলাফল যাই হোক না কেনো।
এই হামলায় এখন পর্যন্ত ১০ ইসরাইলীর হতাহতের খবর পাওয়া গিয়েছে। ইয়েমেনীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরাইলের বেন গুরিয়ানগামী লুফথানসা ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট ফিরে গিয়েছে। এছাড়া অসংখ্য আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল করেছে। রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জরুরী ভিত্তিতে স্থগিত হয়ে যায় অবৈধ রাষ্ট্রটির মন্ত্রীসভা
ইয়েমেনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার সময় জীবন বাঁচাতে ৩০ লক্ষের অধিক ইহুদিবাদী ইসরাইল বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। এই হামলায় বিমানবন্দরের কেন্দ্রে ২৫-৩০ মিটার গভীর গর্ত তৈরি হওয়ার দৃশ্যও প্রকাশ পায়।
ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় হুথি ও ইয়েমেনী বাহিনীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে। মার্কিন আগ্রাসন সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখায় প্রশংসা করেছে।
সূত্র: আল জাজিরা