শুক্রবার, মে ৯, ২০২৫

ফাতেহের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান; দিল্লির পর নিশানায় ভারতের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি

spot_imgspot_img

ফাতেহ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

সোমবার (৫ মে) দেশটির আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সিন্ধু সামরিক মহড়া ও প্রশিক্ষণের আওতায় ফাতেহ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরো বলা হয়, এই পরীক্ষার উদ্দেশ্য ছিলো একে অভিযানের জন্য প্রস্তুত রাখা এবং কার্যকারিতা ও প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সিন্ধু সামরিক মহড়া ও প্রশিক্ষণের আওতায় এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। এসময় পাক স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের প্রধান কমান্ডার, পাক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

পাক বাহিনীর সিন্ধু সামরিক মহড়াটি পাক-ভারতের সারগোধা সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে, যার আওতায় ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘ফাতেহের’ পরীক্ষা চালানো হয়।

এই সারগোধা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অমৃতসরে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিমানঘাঁটির অবস্থান। ১৯৬৫ ও ১৯৭১ এর যুদ্ধে এই বিমানঘাঁটিটি পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। ভারতীয় সেনাবাহিনীর ২৭ এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্টের অবস্থানও রয়েছে সেখানে।

এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত ৩ মে আবদালী নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো দেশটি। যা যেকোনো রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ৪৫০ কিলোমিটার দূরের কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রশিক্ষণ ও পরীক্ষার স্থল থেকে নয়াদিল্লির দূরত্ব সমান ৪৫০ কিলোমিটার হওয়ায় এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলো ভারত।

সূত্র: এআরওয়াই নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img