মঙ্গলবার, মে ৬, ২০২৫

আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের পর জলবিদ্যুৎ প্রকল্পের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করছে ভারত

spot_imgspot_img

পাকিস্তানের সাথে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পর, সিন্ধু নদীর উপনদী’তে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে ভারত। উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন পদক্ষেপ তাৎক্ষণিকভাবে পাকিস্তানের উপর প্রভাব না ফেললেও নিকট ভবিষ্যতে দেশটির উপর এর গভীর প্রভাব দেখা যাবে। পানি ধারন ক্ষমতা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদকে কোন কিছুই জানায়নি নয়াদিল্লি।

সোমবার (০৫ মে) বেনামি একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের হিমালয় অঞ্চলে নির্মিত দুটি জলবিদ্যুৎ প্রকল্পের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে কাজ শুরু করেছে ভারত সরকার। এই জলবিদ্যুৎ প্রকল্প দুইটি সিন্ধু নদের চেনাব উপনদীতে অবস্থিত। এই প্রকল্পের কাজ করছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এনএইচপিসি লিমিটেড।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিক কোন প্রভাব পড়বে না পাকিস্তানের পানি সরবরাহের উপর। তবে এই অঞ্চলে থাকা বাকি সবগুলো প্রকল্পে যদি একই ধরনের কার্যক্রম শুরু হয়, তাহলে এর গভীর প্রভাব পড়বে পাকিস্তানের উপর।

প্রসঙ্গত, এই অঞ্চলে এরকম প্রায় ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর উপর নির্মিত সালাল ও বাগলিহার প্রকল্পের বিষয়ে ইসলামাবাদকে কোন কিছু জানাইনি নয়াদিল্লি। এই প্রসঙ্গে জানার জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও চুপ থেকেছে এনএইচপিসি লিমিটেড ও ভারত সরকার।

উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে কাশ্মীরকে রক্ষার জন্য এখন পর্যন্ত ভারতের সাথে তিনটি যুদ্ধ করেছে পাকিস্তান। তা সত্ত্বেও এতদিন সিন্ধু পানি চুক্তি মেনে চলছিল পরমাণু শক্তিধর দেশ দুটি। তবে সাম্প্রতিক সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই পানি চুক্তি থেকে বের হয়ে যায় দিল্লি।

সূত্র: রয়টার্সমম

সর্বশেষ

spot_img
spot_img
spot_img