ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বর্ণ ও পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া।
আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রনালয়ের ডেপুটি মন্ত্রী শেখ আব্দুর রহমান কানিত বিষয়টি নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়ার বেশ কয়েকজন বিনিয়োগকারী ও খনি কোম্পানিগুলোর প্রতিনিধির সাথে বৈঠক করেছেন শেখ আব্দুর রহমান। এই বৈঠকে আফগানিস্তানের স্বর্ণ ও পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা।
বৈঠকে, বিনিয়োগকারীদের স্বাগতম ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন খনি ও পেট্রোলিয়াম মন্ত্রনালয়ের ডেপুটি মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আফগানিস্তান জুড়ে স্থিতিশীলতা বিরাজমান করছে। দেশের প্রতিটি কোনায় কোনায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যার দরুন বিনিয়োগের ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
সূত্র: এভিএ