রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

গাজ্জা যুদ্ধবিরতির পরবরর্তী ধাপ নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নেতারা।

তুরস্কের ইস্তাম্বুলে খলিল আল-হায়ার নেতৃত্বে হামাস নেতারা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘব করতে এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজ্জা পরিচালনার জন্য যৌথ সমন্বয়ের ওপর জোর দেয়।

পরিকল্পনার মধ্যে রয়েছে সাহায্যের জন্য রাফাহ ক্রসিং খোলা এবং অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেয়ার দৃঢ় নীতিগুলি পুনর্ব্যক্ত করা।

বৈঠককালে, হামাস প্রতিনিধিদল গাজ্জায় শান্তি নিশ্চিত করার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতা ও গ্যারান্টারের ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেইসঙ্গে পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আঙ্কারার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে হামাস প্রতিনিধি দল।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ