উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) শুনানি শেষে চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
তিনি বলেন, আসামির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন জেলখানা থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
জানা গেছে, চিন্ময়কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যায় একটি এবং পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে।