মঙ্গলবার, মে ১৩, ২০২৫

রমনায় বোমা হামলা মামলা : মাওলানা তাজউদ্দিনসহ ২ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন

spot_imgspot_img

বহুল আলোচিত ২০০১ সালের রমনা বটমূল বোমা হামলা মামলায় হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডে। একইসাথে, অন্য ৯ আসামির সাজাও কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে মোট ১১ আসামির সাজা হ্রাস করা হয়। এর মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কমিয়ে হয় যাবজ্জীবন, আর বাকি ৯ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড কমিয়ে দেওয়া হয় ১০ বছর কারাদণ্ডে।

তবে মামলার আরেক আসামি মুফতি হান্নান অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তার ফাঁসি ২০১৭ সালের ১২ এপ্রিল কার্যকর করা হয়। এছাড়া আপিল শুনানির আগেই কারাগারে মৃত্যু বরন করেন মাওলানা আব্দুর রউফ ও মাওলানা ইয়াহিয়া। ফলে এই তিনজনের নাম বাদ দেওয়া হয়।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং পরে হাসপাতালে মারা যান আরও একজন।

ঘটনার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার তৎকালীন দায়রা জজ রুহুল আমিন ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img