সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আসন্ন আরব সামিটে যোগ দিচ্ছেন না আহমদ শারা

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ শারা আসন্ন আরব সামিটে যোগ দিবেন না বলে জানিয়েছে সিরিয়া।

মঙ্গলবার (১৩ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্সি ভবনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ শারা সামনের সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সামিট বা আরব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন না।

প্রেসিডেন্ট ভবনের বিবৃতিতে জানানো হয়, আসন্ন আরব সামিটে পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসআদ আল-শাইবানী সিরিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৭ মে আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ইরাকের সরকার উচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রস্তুতির অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০ মে পর্যন্ত বাগদাদে সব ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করেছে। জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ইরাকের অতিথিদের স্বাগত জানানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

মন্ত্রণালয়টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এই সময়ে যদি কোনো বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহমদ শারাকে আমন্ত্রণ জানানোয় ইরাকের শিয়া গোষ্ঠীগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা বলছেন, যেখানে আল-কায়েদা সংশ্লিষ্টতা থাকায় হাইআতু তাহরিরিশ-শামের সাবেক নেতা হিসেবে তার বিরুদ্ধে এখনও ইরাকে গ্রেপ্তারি পরোয়ানা সক্রিয়, সেখানে কীভাবে আমরা আমাদের মাটিতে অভ্যর্থনা জানাতে পারি!

spot_img
spot_img

এই বিভাগের

spot_img