শুক্রবার, মে ১৬, ২০২৫

সিরিয়া এখন সম্ভাবনার ভূমি; বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

spot_imgspot_img

সিরিয়ার অর্থমন্ত্রী ইয়িসর বারনিয়েহ সিরিয়াকে “সম্ভাবনার ভূমি” হিসেবে অভিহিত করে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের দেশটিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ মে) সিরিয়ার রাজধানী দামেস্কে বার্তা সংস্থা রয়টার্স’কে দেবা এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

বারনিয়েহ বলেন, “সিরিয়া আজ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে কৃষি, তেল, পর্যটন, অবকাঠামো ও পরিবহনসহ প্রতিটি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা একটি মুক্ত ও উদ্দীপনাময় অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে বেসরকারি খাত হবে কেন্দ্রীয় শক্তি।”

এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার ওপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরপরই। ট্রাম্পের এই সিদ্ধান্তকে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআর নেতৃত্বে দেশটি আন্তর্জাতিক সমর্থন অর্জন করেছে, যার ফলস্বরূপ ইতোমধ্যে বেশ কিছু ইউরোপীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ সিরিয়ায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার কেবল শুরু। এখন আমাদের দরকার বাস্তব অগ্রগতি ও দৃশ্যমান উন্নয়ন।”

সূত্র: ডেইলি সাবাহ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img