সিরিয়ায় দূতাবাস পুনরায় চালু করবে বলে জানিয়ছে মরক্কো।
শনিবার (১৮ মে) তারা জানায়, দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করা হবে। যা দীর্ঘদিনের ক্ষমতাচ্যুত শাসক আল-আসাদের উৎখাতের পর সিরিয়ার প্রতি নতুন করে সমর্থনের ইঙ্গিত দেয়। মরক্কোর এই পদক্ষেপের ফলে একই ধরণের পদক্ষেপের ঘোষণা দিয়েছে সিরিয়া।
রাবাত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মরক্কোর এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ শারা আল-জুলানির কাছে লেখা বাদশাহ ষষ্ঠ মুহাম্মাদের এক চিঠিতে। সেই চিঠি বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে পাঠ করেন মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে বলা হয়, মরক্কো ‘স্বাধীনতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতার সন্ধানে’ সিরিয়ার জনগণের সমর্থন জানিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া ‘রাবাতে তার দূতাবাস পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করবে’।
সূত্র: বাসস