শুক্রবার, মে ২৩, ২০২৫

আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ইসরাইলী দূতাবাসের দুই কর্মচারী নিহত

spot_imgspot_img

আমেরিকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দূতাবাসে কর্মরত ২ ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) আল জাজিরার খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, রাজধানী ওয়াশিংটন ডিসির ‘দা ক্যাপিটাল জিউশ মিউজিয়ামে’ বাইরে ইসরাইলী দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে । স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ (৩০) নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। আটকের সময় তিনি নিজেকে নিরস্ত্র বলে দাবী করছিলেন এবং এক পর্যায়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিতে শুরু করেছিলেন।

ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দূতাবাসের যে ২ জন কর্মী নিহত হয়েছেন তারা হলেন, ইয়ারন লিশিনস্কি এবং সারাহ লিন মিলগ্রিম। দা ক্যাপিটাল জিউশ মিউজিয়ামে এক অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে আসার সময় বন্দুকধারীর গুলিতে তারা নিহত হয়েছেন।

আমেরিকায় নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন, হামলায় নিহতরা সামনের সপ্তাহে জেরুসালেমে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। সারাহ লিন মিলগ্রিম ইয়ারন লিশিনস্কির বান্ধবী ছিলো। সে তার জন্য এই সপ্তাহে একটি আংটিও কিনেছিলো।

জার্মান কূটনৈতিক সূত্র জানায়, হামলার শিকার সারাহ লিন মিলগ্রিম জার্মানির নাগরিক ছিলেন। এছাড়া ইয়ারন লিশিনস্কির কাছেও জার্মান পাসপোর্ট ছিলো।

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সহ সর্বস্তরের মন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়েছে। ইহুদি বিদ্বষ থেকে এমন ঘটনা ঘটেছে বলে দাবী করেছে। দ্রুত প্রকৃত সত্য উদঘাটনে ও অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img