বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

বাংলাদেশ-চীন সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত

spot_imgspot_img

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, সোমবার (২৬ মে) সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, সাংহাই ও বেইজিংয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে, তরুণ বাংলাদেশি কূটনীতিকরা চীনা আধুনিকীকরণ অনুশীলন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, তরুণ কূটনীতিকরা কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরাধিকারীই নন, বরং তারা ভবিষ্যতের সহযোগিতার ধারক।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে তরুণ কূটনীতিকরা চীন থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন, চীনের উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের স্বার্থে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সূত্র : বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img