অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারত ১০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
দক্ষিণ গাজ্জার রাফায় অবস্থিত গাজ্জা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ কেন্দ্র থেকে সাহায্যের জন্য হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। এর একদিন পর এই হত্যকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ।
গাজ্জার সরকারি মিডিয়া অফিস সূত্র অনুযায়ী, বিতরণ স্থানে সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায় ইসরাইলি বাহিনী।
উল্লেখ্য, গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মানবিক আইন লঙ্ঘন করে গাজ্জায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৯ মাস ধরে চলা বর্বর হত্যাযজ্ঞে ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি ফিলিস্তিনি।









