তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পরিস্থিতি অনুকূল হলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত আঙ্কারা।
শুক্রবার (২৩ জানুয়ারি) তুরস্কের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হাকান ফিদান বলেন, ইসরাইল গাজ্জায় তুরস্কের ভূমিকা পালনের বিরোধী। তবে তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘যদি অনুকুল পরিস্থিতি তৈরি হয়, তাহলে গাজ্জায় আমাদের সামরিক সহায়তা প্রদানের ইচ্ছা আছে।’ তিনি গাজ্জাকে তুরস্কের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেন।
তিনি জানান, রাফা সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহের প্রথম দিকেই আবার খুলে দেয়া হতে পারে।
হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কিনা জানতে চাইলে ফিদান বলেন, বিষয়টি অবশ্যই যেকোনো বৃহত্তর রোডম্যাপের অংশ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারার সর্বোচ্চ অগ্রাধিকার হল গাজ্জার বসিন্দাদের তাদের ভূমিতে থাকা নিশ্চিত করা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











