বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

পাকিস্তানকে ৪ টুকরো করে দিতে পারতাম: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানকে চার টুকরো করে দিতে পারতেন বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, ১৯৭১ সালে ভারতীয় নৌসেনার দক্ষতায় পাকিস্তান দুই টুকরো হয়েছিল। এবার অপারেশন সিদূঁরের সময়ে নৌসেনারা পুরোপুরি সক্রিয় হলে পাকিস্তান শুধুমাত্র দুই টুকরো নয়, আমার মনে হয় চার টুকরো হয়ে যেত।

শুক্রবার (৩০ মে) আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর নতুন রণতরী আইএনএস বিক্রান্ত রিদর্শনে গিয়ে এ দাবি করেন তিনি।

রাজনাথ সিং বলেন, অপারেশন সিদূঁরের সময় যদি নৌবাহিনী সহযোগী হিসেবে যোগ দিত, তাহলে পাকিস্তান ১৯৭১ সালের তুলনায়ও খারাপ পরিণতির মুখোমুখি হত।

তিনি বলেন, অপারেশন সিদূঁরের সময়ে ভারতের বিমাবাহিনী যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তখন সমুদ্রে অতন্দ্র প্রহরীর মতো ছিল নৌবাহিনী। আমাদের নৌসেনাদের ভয়ে সমুদ্রে নামতেই পারেনি পাকিস্তান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img