শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

অবশেষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিমান হারানোর কথা স্বীকার করল ভারত

অবশেষে পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে তারা সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি ভারতীয় সামরিক বাহিনী।

শনিবার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন।

অনীল চৌহান বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। কেন এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কী ধরনের ভুল হয়েছে—সেটাই গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দু’দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।

ব্লুমবার্গ বলছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের অপারেশন সিঁদুরের পর ইসলামাবাদ দাবি করেছিল, তারা ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফালও ছিল।

সূত্র: ব্লুমবার্গ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ