শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড়-সফল অভিযান: মোদী

অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল অভিযান বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, পহেলগাঁও হামলার জবাবের পর সিঁদুর এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। এই অভিযান কেবল সামরিক সাফল্য নয়, বরং এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবেও উদ্ভাসিত হয়েছে। গুলির জবাব এবার কামানের গোলায় দেওয়া হবে।

শনিবার (৩১ মে) মধ্যপ্রদেশে লোকমাতা দেবী অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নারী সশক্তিকরণ মহাসম্মেলনে তিনি এ দাবি করেন।

মোদী বলেন, সিঁদুর এখন আমাদের দেশে সাহসের প্রতীক। ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। আমাদের রীতিতে সিঁদুর নারীর শক্তির প্রতীক। হনুমানজিও রামভক্তিতে সিঁদুর ধারণ করেন, শক্তি পূজায়ও সিঁদুর অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। এবার এই সিঁদুর রূপ নিয়েছে বীরত্বের প্রতীকে।

তিনি বলেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা শুধু ভারতীয়দের রক্ত ঝরায়নি, তারা আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক ঐক্য এবং নারীদের সম্মানকে আঘাত করেছে। এই চ্যালেঞ্জই হয়েছে সন্ত্রাস ও তাদের মদতদাতাদের জন্য মৃত্যুঘণ্টা।

সূত্র: দ্য হিন্দু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ