বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

দেশপ্রেম শেখাতে ভারতের মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) রাজ্যেটির স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে এই ঘোষণা দেন।

দাদা ভুঁসে বলেন, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা।

তিনি বলেন, প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তারা দেশের প্রতি ভালোবাসা অনুভব করবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি শৃঙ্খলার চর্চা করতে শিখবে, যা তাদের সারাজীবনের জন্য উপকারে আসবে।

দাদা ভুঁসে জানান, প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অবসরপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ সৈনিকের সহযোগিতা নেওয়া হবে। সেইসঙ্গে এনসিসি, স্কাউট-গাইড এবং ক্রীড়া শিক্ষকরাও এ প্রকল্পে যুক্ত থাকবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img