বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

নরকের চেয়েও খারাপ গাজ্জার অবস্থা: রেড ক্রস প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ বলেছেন, গাজ্জার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিৃটিশ সংবামাধ্যম বিবিসি।

জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে মিরিয়ানা স্পোলয়ারিচ বলেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট চেষ্টা করছে না রাষ্ট্রগুলো।

তিনি বলেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য।

আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। আইসিআরসি সাধারণভাবে রেড ক্রস হিসেবে পরিচিত। তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img