শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আল্লাহ আপনি শত্রুদের থেকে ফিলিস্তিনিদের রক্ষা করুন; হজ্বের খুতবায় আবেগী দুয়া

পবিত্র হজ্বের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবায় তিনি ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া করেছেন।

তিনি বলেন, আল্লাহ আপনি ফিলিস্তিনিদের শত্রুদের থেকে রক্ষা করেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার (৫ জুন) ইনসাইড দ্য হারামাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দোয়ায় শায়খ হুমাইদ বলেন, হে আল্লাহ আপনি পূর্ব ও পশ্চিমের মুসলমানদের সংশোধন করে দেন। তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন, তাদের সম্পর্ককে আরও মজবুত করে দেন। হে আল্লাহ আপনি ফিলিস্তিনের ভাইবোনদের হেফাজত করেন। ক্ষুধার্তদের খাবার দান করুন এবং আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করেন।

তিনি বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন।

শায়খ হুমাইদ বলেন, ইসলামে ধর্মের তিনটি স্তর রয়েছে। এর সর্বোচ্চ হলো ইহসান। এছাড়া পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ। আর লজ্জা ইমানের একটি শাখা।

তিনি বলেন, হজ্বের সময় বেশি বেশি আল্লহর জিকির করা উচিত। বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ