ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবীর বলেছেন, “ইসলামি আমিরাত আফগানিস্তানের পুনর্গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের সমস্যা সমাধান এবং সেবাপ্রদান নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণ সাহসের সঙ্গে নিজেদের প্রস্তাব ও দাবি সরকারকে জানাতে পারে। সরকার সেসব গুরুত্বসহকারে বিবেচনা করবে।”
মঙ্গলবার (১০ জুন) ঈদুল আযহার তৃতীয় দিনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে উপস্থিত আলেমগণ, মুজাহিদ এবং জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, বহু দশকের সহিংসতা ও দখলদারিত্বের পর ইসলামি আমিরাতের শাসনামলে যে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তা আফগান জাতির জন্য এক বিশাল অর্জন।
আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইসলামি আমিরাতের নেতাদের সঙ্গে জনগণের আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন বলে মত দেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে নিজেদের পরামর্শ ও মতামত মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় মাওলানা আব্দুল কবীর ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ইসলামি শাসনব্যবস্থার সঙ্গে জনগণের সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ। আমরা দেশের প্রতিটি অঞ্চল থেকে জনগণের সমস্যার কথা শুনছি এবং প্রতিটি পথ ব্যবহার করে তা সমাধানের উদ্যোগ নিচ্ছি।”
সূত্র : আরটিএ









