শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের ভিতরে গিয়ে হামলা চালাবে ভারত: জয়শঙ্কর

ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে নিমজ্জিত বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর।

তিন বলেন, ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে নয়। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে নিমজ্জিত, আর ভারত তা নির্মূলের জন্য সংকল্পবদ্ধ। প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে ভারত।

মঙ্গলবার (১০ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জয়শঙ্কর বলেন, আমরা সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি না। এপ্রিলের মতো আরেকটি হামলা হলে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হবে। যেখানেই সন্ত্রাসীরা লুকিয়ে থাকুক, আমরা সেখানে গিয়ে আঘাত করব— এমনকি পাকিস্তানের ভেতরে ঢুকেও।

তিনি বলেন, পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিতে চাই— সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর এবং নির্দয়। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজন হলে সীমান্ত অতিক্রম করতেও পিছপা হব না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ