শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘন্টায় ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় গত ২৪ ঘন্টায় ১২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ নিয়ে এখন পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার করেছে ইসরাইল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ শিবিরে হামলায় ৫৭ জন নিহত ও আরো অন্তত ৩৬৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বন্দুক ও বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এসব ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছে গাজ্জা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যা আমেরিকা ও ইসরাইলের সহায়তায় পরিচালিত এবং ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।

গাজ্জার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজ্জা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা খাদ্য সংকট সৃষ্টি করে এবং ক্ষুধার্ত মানুষদের নিশানা করে পরিকল্পিতভাবে হত্যা করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ