বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ভারতের বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক

ভারতে শতাধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক। এছাড়া ফ্লাইটে ছিলেন ১৬৯ জন ভারতীয়। বিমান সংস্থাটির জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্লাইটে ৫৩ জন ব্রিটিশ, ১৬৯ জন ভারতীয়, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইঞ্জিন এবং প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img