বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যাকায় ত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে সরাসরি গুলি করে হত্যার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ওয়াফা ফিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনারা গাজ্জার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায়। এর ফলে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মধ্য গাজ্জা অঞ্চলের আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ নিহত ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজ্জায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ নিতে যাওয়া ২৭৪ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আরও ২ হাজার জনেও বেশি ফিলিস্তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img