জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডরোথি শিয়া মুখ ফসকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলতা, সন্ত্রাস এবং দুর্ভোগের জন্য দায়ী ইসরাইল’।
শুক্রবার (২০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তাৎক্ষণিকভাবে নিজের মন্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
তবে এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি হয়তো মার্কিন প্রশাসনের ভেতরের গোপন মনোভাবের একটি বহিঃপ্রকাশ।
সূত্র : আল-জাজিরা










