শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ইরানের ওপর আমেরিকার হামলা পুরো মুসলিম জাতির স্বাধীনতা কেড়ে নেওয়ার সমতুল্য: হুথি

ইরানের ওপর আমেরিকার আগ্রাসী হামলা পুরো মুসলিম জাতির স্বাধীনতা, স্বকীয়তা ও মর্যাদা কেড়ে নেওয়ার সমতুল্য- উল্লেখ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী বলেছেন, জায়নবাদী ইসরাইলের পক্ষে আমেরিকার আগ্রাসন উপেক্ষা করার মতো নয়। এটি মুসলিম জাতির স্বাধীনতা, স্বকীয়তা ও মর্যাদা কেড়ে নেওয়ার সমতুল্য।

সেই সাথে, লোহিতসাগরে মার্কিন রণতরিতে তাৎক্ষণিকভাবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতিতির বরাত দিয়ে এ খবর বলা হয়েছে।

বিবৃতিতে ইয়াহিয়া সারি আরও বলেন, ‘ইসরাইলের হয়ে যুক্তরাষ্ট্রের হামলা চালানো মূলত মুসলিম বিশ্বকে অপমান করা। মুসলিমদের ভূমি দখল, সম্পদ লুণ্ঠন এবং নির্বিচার হত্যাযজ্ঞকে বৈধ ঘোষণা করা।’

এদিকে, গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকার একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img